বিয়ের জন্য কনে দেখতে গিয়ে ধরা খেলেন ভুয়া এসআই

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

পুলিশ পরিচয় দিয়ে বিয়ের জন্য কনে দেখতে গিয়ে ধরা পড়েছেন ভুয়া এসআই সোহেল রানা (২৮)। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। সোহেল কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আজিবার মন্ডলের ছেলে।

এর আগে, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখ পাড়ার জহুরুল ইসলাম মানিকের বাড়িতে বিয়ের পাত্রী দেখতে যায় সোহেল। অভিযুক্ত সোহেল এর আগেও পুলিশ পরিচয় দিয়ে চুয়াডাঙ্গায় প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছিলেন।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখ পাড়ার জহুরুল ইসলাম মানিকের বাড়িতে পুলিশের এসআই পরিচয় দিয়ে নিজের বিয়ের পাত্রী দেখতে যায় সোহেল রানা। এ সময় সোহেল রানার কথাবার্তায় সন্দেহ হয় কনের পরিবারের। পরে সোহেল রানাকে জিজ্ঞাসা করা হলে সে যশোর মনিরামপুর থানায় কর্মরত আছে বলে পরিচয় দেয়। সে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হলে স্পষ্ট হয় যে, সোহেল রানা একজন প্রতারক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। একইসাথে তার কাছ থেকে পরে পুলিশের পোষাক ও চুরি করে আনা একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সোহেল রানার বিরুদ্ধে একটি প্রতারণা ও চুরির মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এর আগে ২০২১ সালের ১৯ এপ্রিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানাকে আটক করা হয়। তিনি নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply