পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা সদর দফতরে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে এবং আরও ২২ জন আহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৩০ মার্চ) ওই হামলা ঘটনা ঘটেছে।
জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকার আহমেদ বলেন, ওয়াজিরিস্তানের দক্ষিণে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলার এফসি লাইনে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলার সময় তিন হামলাকারী গুলিবিদ্ধ হয়েছেন।
হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
/এনএএস
Leave a reply