আত্মসমর্পণ না করলে মারিওপোলে গোলা বর্ষণ বন্ধ হবে না: পুতিন

|

ইউক্রেনীয় আত্মসমর্পণ ছাড়া মারিওপোলে গোলা বর্ষণ অব্যাহত থাকবে বলে পুতিনের হুঁশিয়ারি

শুধুমাত্র ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলেই মারিওপোলে গোলা বর্ষণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসির।

বুধবার (৩০ মার্চ) ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোনের সাথে এক ফোনালাপে পুতিন এমনটাই বলেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন।

ফোনালাপে পুতিন বলেন, মারিওপোলের সন্ত্রাসীদের অবশ্যই অস্ত্র ফেলে দিতে হবে। শুধুমাত্র তারা আত্মসমর্পণ করলেই সেখানে গোলা বর্ষণ বন্ধ হবে। এদিকে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, মারিওপোলে আটকা পড়া বেসামরিক নাগরিকদের কীভাবে সরিয়ে নেয়া হবে সে ব্যাপারে কথা বলতে রাজি হয়েছেন পুতিন।

প্রসঙ্গত, রাশিয়া সীমান্তে অবস্থিত বন্দরনগরী মারিওপোল ভৌগলিক ও রাজনৈতিকভাবে ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ শহর। মারিওপোলেই রুশ বাহিনীর সাথে ইউক্রেনীয় যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।

/এসএইচ




সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply