আয়ুর্বেদিক ওষুধ কারখানার আড়ালে নকল অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি, আটক ২

|

আয়ুর্বেদিক ওষুধ কারখানার আড়ালে বিভিন্ন নামি দামি ব্রান্ডের নকল অ্যালোপ্যাথিক ওষুধ প্রস্তুত করে বাজারজাত করছিল একটি চক্র। এ ঘটনায় কারখানার মালিকসহ দু’জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ঢাকা মহানগর ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, চুয়াডাঙ্গায় তৈরি হওয়া এসব ওষুধ ছড়িয়ে পড়ছিল সারাদেশে। চক্রটি আটা, ময়দা, ক্ষতিকর রং আর কেমিক্যাল মিশিয়ে তৈরি করতো নকল ওষুধ। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

হাফিজ আক্তার বলেন, অন্তত চার বছর ধরে চক্রটি নকল ঔষুধ তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দু’জনকে গ্রেফতারের পাশাপাশি জব্দ করা হয়েছে প্রায় ১ কোটি টাকা মূল্যের নকল ওষুধ। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply