শেষ হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অনুশীলন

|

অনুশীলনে দুই দেশের সেনা সদস্যরা

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে অনুশীলন ‘টাইগার লাইটিং-৩’ সফলভাবে শেষ হয়েছে।

রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং-বিপসটে এ অনুশীলন হয়।

অনুশীলনের সফল সমাপ্তি ঘোষণা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, অনুশীলন ‘টাইগার লাইটিং’ দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যত সহযোগিতার ক্ষেত্রে আরও সহায়ক হবে। অনুশীলন সফল হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

গত ৬ মার্চ শুরু হওয়া অনুশীলনে বাংলাদেশ ও মার্কিন প্যাসিফিক আর্মি কমান্ড এর ৩০ জন সেনাসদস্য অংশগ্রহণ করেন। ২০১৭ ও ২০২১ সালেও এ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।



/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply