রাজবাড়ীতে আট শতাধিক ফেনসিডিল জব্দ, গ্রেফতার ১

|

গ্রেফতারকৃত সবুজ।

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ব্রীজ এলাকা থেকে একটি প্রাই‌ভেটকারসহ ৮৬৬ বোতল ফেন্সিডিল জব্দ ক‌রে‌ছে ফ‌রিদপুর র‍্যাব-৮। প‌রে অ‌ভিযান চা‌লি‌য়ে ফারুক সবুজ (৩১) না‌মের এক ব্যক্তি‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।‌ গ্রেফতারকৃত সবুজ ফরিদপুর কোতোয়ালী থানার পশ্চিম আলীপুর এলাকার শহিদুল্লাহ শরিফের ছেলে।

বৃহস্প‌তিবার (৩১ মার্চ) দুপুর ২টার দি‌কে এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায় র‍্যাব-৮। সেখানে জানানো হয়, রাজবাড়ী সদর উপ‌জেলার চন্দনী ব্রীজ এলাকায় বুধবার (৩০ মার্চ) দিবাগত রাতে নিয়‌মিত অ‌ভিযা‌নের অংশ হিসা‌বে অ‌ভিযান প‌রিচালনা কর‌ছিল র‍্যাব। সে সময় তাদের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পা‌শের এক‌টি রাস্তা দি‌য়ে এক‌টি প্রাই‌ভেটকার পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা ক‌রে। এ সময় আভিযানিক দল গাড়িটিকে ধাওয়া করে আটক করে। তবে প্রাইভেটকার এর চালক গাড়িটি ফেলে কৌশলে পালিয়ে যায়। প‌রে ওই প্রাইভেটকার হতে ৮৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গাড়ির কাগজপত্র যাচাই বাচাই করে প্রাইভেটকারের মালিক ওমর ফারুক সবুজকে ফরিদপুর শহর থেকে গ্রেফতার করে র‍্যাব-৮। গ্রেফতাকৃতকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, সবুজ এবং পলাতক আসামি ফ‌রিদপু‌রের রঘুনন্দনপু‌রের নয়ন জমাদ্দা‌রের ছে‌লে মো. ফারুক জমাদ্দার (৩৫) পরস্পর যোগসাজসে তার প্রাইভেটকার যোগে ফেন্সিডিল বহন করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ফেন্সিডিল বিক্রয় করে আসছে। পরবর্তী‌তে উদ্ধারকৃত ফে‌ন্সি‌ডিলসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

ফ‌রিদপুর র‍্যাব-৮ এর কোম্পা‌নি কমান্ডার মো. শফিকুল ইসলাম এর সত্যতা নি‌শ্চিত ক‌রেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply