চলতি সপ্তাহ থেকেই ভারতের একটি বিমান সংস্থার প্রতি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের করা অভিযোগ নিয়ে বেশ আলোচনা চলছে। নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েক মিনিট দেরি করে আসায় গুরুত্বপূর্ণ একটি বিমানভ্রমণ বাতিল হয় তার। ৪০ মিনিট থরে তর্ক-বিতর্ক এমনকি কান্নাকাটি করেও লাভ হয়নি। এ নিয়ে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর টুইট করে অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়েছে বিমান সংস্থা ইন্ডিগো। খবর আনন্দবাজার পত্রিকার।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ইন্ডিগোর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়। সেখানে অভিনেত্রীকে মেনশন করে বলা হয়েছে, আপনার অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী আমরা। আপনার সাথে অনেকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। আপনার সুবিধামতো একটা সময় বলুন, আপনাকে আমরা যোগাযোগ করে কথা বলে নেবো।
এর আগে গত সোমবার (২৮ মার্চ) শ্যুটিংয়ের জন্য আমদাবাদে যাওয়ার কথা ছিল তার। কবে বোডিংয়ের নির্দিষ্ট সময়ের চেয়ে মিনিট খানিক দেরি হয় অভিনেত্রীর। এতে বোডিংয়ের দরজা বন্ধ করে দেয়া হয়। তবে এরপর হাজার অনুরোধ করে, ৪০ মিনিট ধরে বাক-বিতণ্ডা করেও তাকে বিমানে উঠতে দেয়া হয়নি। শেষে তাকে ছাড়াই বিমান উড্ডয়ন করলে কেঁদে ফেলেন অভিনেত্রী।
ঋতুপর্ণার অভিযোগ, ৪০ মিনিট ধরে অনুরোধ করেছি। তখনও আমি দেখতে পাচ্ছিলাম বিমানটি দাঁড়িয়ে আছে। বিমান থেকে এর সিঁড়িও সরিয়ে নেয়া হয়নি তখন। তবুও আমাকে বিমানে উঠতে দেয়া হয়নি। তবে বিমান কর্তৃপক্ষের তরফ থেকে ফোনে তার সাথে যোগাযোগের দাবি করা হলেও অভিনেত্রী জানান, আমার কাছে কোনো ফোনই আসেনি।
এ ঘটনা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেক তারকাও ঋতুপর্ণার নাম উল্লেখ না করে এ নিয়ে প্রতিক্রিয়া জানান। কেউ অভিনেত্রীর হয়ে কথা বলেন, কেউ আবার বলেছেন, নিয়ম সবার জন্যই এক।
এসজেড/
Leave a reply