ক্যানসারে আক্রান্ত হয়েছেন কবি ইমতিয়াজ মাহমুদ

|

সময়ের জনপ্রিয় কবি ইমতিয়াজ মাহমুদ

এ সময়ের জনপ্রিয় কবি ইমতিয়াজ মাহমুদ আক্রান্ত হয়েছেন মরণব্যাধী ক্যানসারে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে কবি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। কবি ইমতিয়াজ তার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে লিখেছেন, ক্যানসারের বিষয়টা ডাক্তার নিশ্চিত করেছেন। কাল সার্জারি।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়ে কবি ইমতিইয়াজ মাহমুদের দেয়া ফেসবুক স্ট্যাটাস

এর আগে, বুধবার (৩০ মার্চ) দুপুরে পোস্ট করা এক স্ট্যাটাসে ইমতিয়াজ লেখেন, ‘চেন্নাই ডাক্তার দেখাতে এসেছিলাম তিন মাস আগে। নানা ধরনের জটিলতা ছিল। ফুসফুস, হার্ট ইত্যাদি বিষয়ক। এর বাইরে মাইনর একটা সমস্যা ছিল, কণ্ঠস্বরে। কয়েক বছর ধরেই কথা বলতে সমস্যা হচ্ছিল। ভেবেছিলাম, কথা না-বলতে না-বলতে হয়তো এমন হয়েছে। এক সপ্তাহ আগে সিটি স্ক্যান থেকে জানা গেল থাইরয়েডের সমস্যা। তারা বায়োপসি করতে দিলো। রিপোর্টে ক্যানসারের আশঙ্কা; সার্জারির পরামর্শ।’

প্রসঙ্গত, ঝালকাঠি জেলায় ১৯৮০ সালের ২৪ ফেব্রুয়ারি কবি ইমতিয়াজ মাহমুদের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে বর্তমানে সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে কর্মরত আছেন। ১৯৯৯ সালে পাক্ষিক শৈলী পত্রিকায় ইমতিয়াজের প্রথম কবিতা প্রকাশিত হয়। অন্ধকারের রোদ্দুরে (২০০০), মৃত্যুর জন্মদাতা (২০০২), সার্কাসের সঙ (২০০৮) ও মানুষ দেখতে কেমন (২০১০) ইত্যাদি কবি ইমতিয়াজ মাহমুদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply