স্বল্প সময়ের পরিচয়েই বিশ্বাস। এরপর সেই ব্যক্তির প্রতিষ্ঠানে কয়েক কোটি রুপির বিনিয়োগ, অবশেষে প্রতারণা। ভারতীয় অভিনেত্রী রিমি সেন এভাবেই খুইয়েছেন ৪ কোটি ১৪ রাখ টাকা। পরে প্রতারিত হয়ে থানায় মামলা করেছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশের কাছে অভিনেত্রীর অভিযোগ, তিন বছর আগে মুম্বাইয়ের এক জিমে তার সঙ্গে রৌণক যতীন নামের এক ব্যবসায়ীর পরিচয় হয়। এর কিছুদিন পর রৌণক রিমিকে তার একটি নতুন ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগের প্রস্তাব দেন। প্রতিশ্রুতি দেন ২৮ থেকে ৩০ শতাংশ লাভ আসবে সেই বিনিয়োগে। নিজের প্রযোজনা সংস্থার টাকায় ওই বিনিয়োগ করেন হাঙ্গামা ছবির ওই অভিনেত্রী। তার অভিযোগ, লাভের কোনো টাকাই পাননি তিনি। ফেরত পাননি বিনিয়োগের টাকাও।
রিমি বলেন, অনেক চাপাচাপির পর মাত্র তিন লাখ রুপি ফেরত পার তিনি। প্রতিশ্রুতি মতো টাকা না পেয়ে চুক্তির অংশ হিসেবে সিকিউরিটি বাবদ রৌণকের দেয়া সাড়ে তিন কোটি টাকার চেকটি ভাঙাতে যান। তখন জানা যায়, সেই অ্যাকাউন্টটি বন্ধ করা আছে। এরপরই তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। অবশেষে মঙ্গলবার (২৯ মার্চ) পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী।
এসজেড/
Leave a reply