রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হলে; মূল্য পরিশোধ করতে হবে দেশটির মুদ্রা- রুবলে। বৃহস্পতিবার (৩১ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন ডিক্রি জারি করেন। ডিক্রি অনুযায়ী আজ শুক্রবার (১ এপ্রিল) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
নতুন ঘোষণা অনুযায়ী, ক্রেতাদের প্রথমে রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। তারা সেখানে বিদেশি মুদ্রা জমা দেবেন। ব্যাংক ঐ মুদ্রা রুবলে রূপান্তরের পর তা গ্যাসের মূল্য পরিশোধে ব্যবহৃত হবে। কেউ অর্থ পরিশোধ না করলে, তাকে খেলাপি বিবেচনা করা হবে- এমনটাও জানান পুতিন। পরবর্তী পদক্ষেপ হিসেবে বন্ধ করে দেয়া হবে গ্যাস সরবরাহ। পুতিন জানান, এ সিদ্ধান্তের বাইরে থাকবে মিত্র দেশগুলো।
রুশ প্রেসিডেন্ট বলেন, নতুন সইকৃত ডিক্রি অনুসারে, রাশিয়ার বন্ধু নয় এমন দেশগুলোর জন্য প্রাকৃতিক গ্যাসের বাণিজ্য হবে রুবলে। ব্যবসায়ীদের সামনে শর্তটি স্পষ্ট এবং স্বচ্ছ। যদি, রাশিয়া থেকে গ্যাস কিনতে চান; তাহলে রুশ ব্যাংকেই খুলুন রুবলের অ্যাকাউন্ট। ক্রেতারা এই শর্ত পূরণ করতে না পারলে, সেটা তাদের ব্যর্থতা। বন্ধ করা হবে ঐ দেশগুলোর সাথে গ্যাস সরবরাহ লাইন। এপ্রিলের ১ তারিখ থেকে কার্যকর হবে সিদ্ধান্তটি।
প্রসঙ্গত, ইউক্রেন ভূখণ্ডে সামরিক অভিযান শুরুর পর, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপে কোনঠাসা রাশিয়া। দেশটি থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানি বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। পুতিনের নতুন ঘোষণার পর জার্মানি ও ফ্রান্সও বিবেচনা করছে বাণিজ্য ইস্যুটি।
/এসএইচ
Leave a reply