আফগানিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ ও পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পাকিস্তানী পেসার উমর গুল। ৪ এপ্রিল থেকে আবুধাবিতে আফগানদের ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন তিনি।
আপাতত সাবেক এই পেসারের সাথে তিন সপ্তাহের চুক্তি হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের। তবে পারফরমেন্স অনুযায়ী সম্ভবনা রয়েছে চুক্তি বাড়ার। এর আগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে উমর গুলের। তবে এবারই প্রথম আন্তর্জাতিক কোনো দলের সাথে যুক্ত হয়েছেন তিনি। উচ্ছ্বাস প্রকাশ করে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আফগান ক্রিকেটকে সাহায্য করার কথা জানান উমর গুল।
উমর গুল বলেন, পিএসএল, কেপিএল, এলপিএল এবং ঘরোয়া লিগের কোচিং করানোর পর কোনো জাতীয় দলে আসতে পারা একটি দারুণ সুযোগ। আমার অভিজ্ঞতা দিয়ে আফগান বোলারদের সাহায্য করার চেষ্টা করবো।
আরও পড়ুন: টাইগার বোলারদের তোপে অলআউটের দ্বারপ্রান্তে প্রোটিয়ারা
এম ই/
Leave a reply