কাতার বিশ্বকাপের ড্র, কে কার প্রতিপক্ষ তার নির্ধারণ আজ

|

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের ৮ গ্রুপে কে হতে যাচ্ছে কার প্রতিপক্ষ, তা নির্ধারণ হবে আজ। দোহায় ১ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠানটি। ৩২ দলের মধ্যে এরই মধ্যে নিশ্চিত হয়েছে ২৯ দল। বাকি ৩ দল নির্ধারিত হবে প্লে অফের বাকি ম্যাচগুলোতে। এরই মধ্যে ৪ পটে ভাগ করা হয়েছে ৩২ দলকে। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ১ নম্বর পটে আছে শীর্ষ ৭ দল আর স্বাগতিক হিসেবে কাতার। টানা ২য় বারের মত ইতালি বিশ্বকাপ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায়, পর্তুগালের জায়গা হয়েছে ১ নম্বরে পটে।

বিশ্বকাপ নিশ্চিত করার পর র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে চার পটে ভাগ করা হয় দেশগুলো। এবারের আসরেও অঘটনের শিকার হওয়া ইতালির র‍্যাঙ্কিং ছিল ৬। কিন্তু বিশ্বকাপে তারা জায়গা করে নিতে ব্যর্থ হলে কপাল খুলে যায় পর্তুগালের। পট ১’এ ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন আর স্বাগতিক কাতারের সাথে জায়গা করে নেয় রোনালদোর দল।

ছবি: সংগৃহীত

এর পরেই আছে ফিফা র‍্যাঙ্কিং ৯ থেকে ১৬ পর্যন্ত থাকা দলগুলো। মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র আর ক্রোয়েশিয়ার স্থান হয়েছে পট দুইয়ে। ইতালির পর র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থেকেও বিশ্বকাপে জায়গা হয়নি কলম্বিয়া আর সুইডেনের। ৩য় পটে রয়েছে সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও তিউনিশিয়া। এশিয়ার চার দেশের মধ্যে এখানেই রয়েছে ৩ দেশ।

পট চারে থাকা ৮ দেশের মধ্যে ৫টি দেশ হলো ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব আর ঘানা। সেখানে শুধু মাত্র আয়োজক কাতার ছাড়া র‍্যাঙ্কিংয়ের ৫০ এর বাইরে থাকা দল ঘানা। এই গ্রুপের বাকি ৩ দল নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে অফের মধ্য দিয়ে। সেখানে প্রথম প্লে অফে পেরু অপেক্ষা করছে অস্ট্রেলিয়া আর আরব আমিরাতের মধ্যে জয়ী দলের জন্য। আরেক প্লে অফে কোস্টারিকা লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর ইউরোপের শেষ প্লে অফ আটকে আছে ইউক্রেনের যুদ্ধের জন্য। ইউক্রেন-স্কটল্যান্ড ম্যাচের জয়ী দল খেলবে ওয়েলসের সাথে ইউরোপের সবশেষ প্লে অফটি।

চলতি বছরের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ ২০২২।

আরও পড়ুন: বিশ্বকাপে ইতালি যেতে না পারায় কাঁদতে চেয়েছিলাম: ফিফা সভাপতি

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply