সিমন হার্মারের অফস্পিনের কোনো জবাবই যেন খুঁজে পাচ্ছেন না মমিনুল-মুশফিকরা। এই প্রোটিয়া স্পিনারের টানা তিন আঘাতে বিপাকে পড়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। নাজমুল হোসেনের শান্তর ধৈর্যচ্যুতির অল্প সময়ের মধ্যেই টাইগার অধিনায়ক মমিনুল হকও ফিরে যান রানের খাতা খোলার আগেই। এরপর মুশফিকুর রহিমকেও ফিরিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার বড় লিডের আশা জাগিয়ে তোলেন হার্মার। মাহমুদুল হাসান জয়ের দৃঢ়তায় ৪ উইকেট হারিয়ে ৯৮ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। প্রোটিয়াদের প্রথম ইনিংসের চেয়ে এখনও ২৬৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
শাদমান ইসলামের বিদায়ের পর মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভালোই লড়ছিল বাংলাদেশ। চা বিরতির আগের বলে দক্ষিণ আফ্রিকান অফস্পিনার সিমন হার্মারের বলে বোল্ড হয়ে শাদমান প্যাভিলিয়নে ফেরার পর জয় ও শান্তর জুটিতে আসে ৫৫ রান। দলীয় ৮০ রানের মাথায় হার্মারের দ্বিতীয় শিকার হয়ে ব্যক্তিগত ৩৮ রান করে আউট হন নাজমুল শান্ত। দলকে একই রানে রেখে এরপর একই বোলারের তৃতীয় শিকার হয়ে বিদায় নেন টাইগার অধিনায়ক মমিনুল হক। এরপর অফ-মিডল স্ট্যাম্পে পিচ করে লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া হার্মারের ডেলিভারি ছোঁয় মুশফিকের গ্লাভস। ৭ রান করেই সাজঘরে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল। একপ্রান্তে দৃঢ়তার পরিচয় দিয়ে ব্যাট করে যাচ্ছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তিনি ব্যাট করছেন ৪৪ রান নিয়ে। তার সাথে এখন ক্রিজে রয়েছেন নাইট ওয়াচম্যান তাসকিন আহমেদ।
এর আগে, ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে নতুন দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৫৩ রান নিয়ে খেলা শুরু করে বাভুমা করেন ৯৩ রান। অপর প্রান্তে থাকা কাইল ভেরাইন্না শুরু করেন দেখে শুনে। ৮০ ওভার শেষে নতুন বলে হাতে নেয়ার পর সাফল্য তুলে নেন খালেদ আহমেদ। ভেরাইন্না ২৮ রান করে এলবিডব্লিউ হন। এরপর, উইয়ান মুলডারকে নিজের তৃতীয় শিকার বানান খালেদ। ৯৩ রান করে মেহেদি মিরাজের শিকার হন বাভুমা। ক্যারিয়ার সেরা বোলিং করে ৪ উইকেট নেন খালেদ। আর, মেহেদী মিরাজ ৩টি ও এবাদত নেন ২ উইকেট।
আরও পড়ুন: আফগানদের বোলিং কোচ উমর গুল
এম ই/
Leave a reply