বিশ্বাসঘাতকতার শিকার জেলেনস্কি!

|

ছবি: সংগৃহীত

নিজ দেশের সামরিক ঊর্ধ্বতন কর্তাদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন কিনা জেলেনস্কি, এমন প্রশ্ন আসছে সামনে। এতদিন দেশবাসীর অদম্য লড়াকু মনোভাবকে সঙ্গী করে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য জেলেনস্কিকে প্রশংসা করতে শোনা গেলেও এবার এসেছে নতুন খবর। বিশ্বাসঘাতকতার অভিযোগে ঊর্ধ্বতন দুই সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি। খবর ওয়াশিংটন পোস্টের।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রেডিওতে দেয়া ভাষণে বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করেন জেলেনস্কি। নিজেদের পদ থেকে বরখাস্ত হওয়া দুই জেনারেল হলেন ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রাক্তন প্রধান নওমভ আন্দ্রি ওলেহোভিচ এবং খেরসন অঞ্চলে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা অফিসের প্রাক্তন প্রধান ক্রাইভোরুচকো সের্হি ওলেকসান্দ্রোভিচ৷

রেডিওতে দেয়া ভাষণে ভোলদিমের জেলেনস্কি বলেন, দেশদ্রোহীদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে আজ। এখন কোনো বিশ্বাসঘাতককে মোকাবেলা করার সময় নেই। কিন্তু ধীরে ধীরে তাদের সবাইকে শাস্তি পেতে হবে।

জেলেনস্কি আরও বলেন, এরপর অন্য কোনো ইউক্রেনীয়র বিশ্বাসঘাতকতার অভিযোগ প্রমাণিত হলে তাকেও শাস্তির আওতায় আনা হবে। তিনি বলেন, ঊর্ধ্বতন এই কর্মকর্তারা তাদের জন্মভূমি কোনটা, সেটাই ঠিক করেনি। যারা আমাদের রাষ্ট্র, এর স্বাধীনতার সুরক্ষার বিষয়ে ইউক্রেনের জনগণের প্রতি নেয়া আনুগত্যের শপথ লঙ্ঘন করেছেন, সিনিয়র সামরিক পদ থেকে বরখাস্ত হওয়া তাদের জন্য অবশ্যম্ভাবী। অসৎ জেনারেলদের স্থানে এখানে নেই।

আরও পড়ুন: পুতিনকে ফোন করে যা বললেন এরদোগান

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply