যে ব্যাপারে চীনকে সতর্ক করলো ইউরোপীয় ইউনিয়ন

|

ছবি: সংগৃহীত।

বেইজিং যদি যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে চাপ না দেয় এবং দেশটিকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করে তাহলে চীন তার সুনাম হারাবে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার (১ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

চীনা নেতাদের সাথে ইউরোপিয়ান কমিশনের একটি ভার্চুয়াল সম্মেলনে এ সতর্কবার্তা দেন কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন। সম্মেলনে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রপতি শি জিনপিংও।

উরসুলা বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়া ও বিশ্ব অর্থনীতির স্থবিরতা কারও কাম্য নয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে চীনের বিশেষ দায়িত্ব আছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক আইন এবং ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা থাকতে হবে।

আরও পড়ুন: ইউক্রেন সংকটের প্রধান উসকানিদাতা যুক্তরাষ্ট্র: চীন

ইউরোপীয় কমিশনের প্রধান এমন এক সময়ে তার বক্তব্য দিলেন যার কিছুক্ষণ আগেই ইউক্রেন সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের দেয়া এক ব্রিফিংয়ে বলেছেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সাথে সাথে ন্যাটোকে ভেঙে দেওয়া উচিত ছিল

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply