তারাবিহর নামাজের মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হলো পবিত্র রমজান মাস। প্রথম তারাবিহতে মসজিদুল হারাম এবং মসজিদে নববি ছিল কানায় কানায় পূর্ণ। করোনা পরিস্থিতির উন্নতিতে দুবছরের বিধিনিষেধ তুলে দেয়ায় পবিত্র দুই মসজিদে তারাবিহতে অংশ নেন বিভিন্ন দেশের লাখও মুসল্লি। রমজানের প্রস্তুতি সেরেছেন মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিরাও।
১ম তারাবিহতে মসজিদুল হারাম এবং মসজিদ নববি ছিল কানায় কানায় পূর্ণ। করোনা মহামারির কারণে ২ বছর ধরে চলা বিধিনিষেধ উঠে যাওয়ায় পবিত্র মসজিদ দুটিতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। প্রয়োজনীয় স্বাস্থ্য সতর্কতা মেনেই মসজিদ দুটিতে চলে রাতভর ইবাদত।
শুক্রবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়। সৌদি আরবসহ অঞ্চলটির বিভিন্ন দেশে তাই শনিবার থেকে শুরু রোজা। রমজানের নানা প্রস্তুতি সেরেছেন মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিরাও। এক মাস সিয়াম সাধনার জন্য প্রস্তুত তারা। সিয়াম সাধনার জন্য প্রস্তুত আরব আমিরাতের মুসল্লিরাও। রমজান উপলক্ষে দেশটির সরকারের নানা পদেক্ষেপে সন্তুষ্ট তারা।
ইউরোপের দেশগুলোতেও শনিবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস। এবার রমজান মাসে বিশ্বের বেশিরভাগ দেশেই থাকবে গরম। তাই রোজাদারদের বাড়তি সতর্কতার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
/এডব্লিউ
Leave a reply