নাফ নদীতে বিপুল আইস ও ইয়াবাসহ দুই মিয়ানমারের নাগরিক গ্রেফতার

|

নাফ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেফতার করেছে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন। এসময় তাদের কাছ থেকে ৬ কোটি ৯৭ লাখ টাকা মূল্যমানের ১ কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস এবং ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (১ এপ্রিল) রাতে টেকনাফের জালিয়ারদ্বীপ এলাকার পার্শ্ববর্তী নাফ নদীতে অভিযান চালায় বিজিবি। এর আগেই বিজিবির কাছে সংবাদ ছিল, মাদকের বড় একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এই সংবাদের ভিত্তিতে দুইটি বিশেষ টহল দল নাফ নদীতে জালিয়ারদ্বীপে কৌশলগত অবস্থান নেয়।

এসময় একটি নৌকা মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিজিবি নৌকাটিকে চ্যালেঞ্জ করে। এসময় এক চোরাকারবারী নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে গেলেও দুইজনকে আটক করে বিজিবি। পরে নৌকার পাটাতনে নিচ থেকে ওই বিপুল পরিমাণ মাদক জব্দ করে তারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply