‘রমজানে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে কাজ করছে সরকার’

|

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

রমজানে সাড়ে ১৪ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার, যাতে রমজানের বাড়তি চাহিদা পূরণ হবে এবং নিরবিচ্ছিন্ন থাকবে সরবরাহ। বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শনিবার (২ এপ্রিল) বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আরও বলেন, ঝড় বৃষ্টিতে লাইন ছিঁড়ে কোথাও কোথাও সাময়িক সমস্যা হতে পারে। সেজন্য জনগণকে একটু ধৈর্য ধরতে হবে। প্রতিমন্ত্রী জানান, যুদ্ধের কারণে তেল-গ্যাস আমদানিতে জটিলতা তৈরি হয়েছে। বিশ্ব বাজারে বেড়ে গেছে দাম। তারপরও বিদ্যুৎ উৎপাদনে যেন কোনো জটিলতা না হয় সেদিকে নজর রেখে কাজ করছে সরকার।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে সাড়ে ১৪ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। দুই/আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ হাতে রাখতে হবে, কারণ যেকোনো জায়গায় বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটলে যেন দ্রুত তা সামাল দেয়া যায়।

আরও পড়ুন: ডিসেম্বরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন: ওবায়দুল কাদের

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply