কুমিল্লায় ৫০ বছর ধরে দখলে থাকা ৮ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

|

সরকারি জমি দখলমুক্ত করার জন্য চলছে উচ্ছেদ অভিযান।

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় দীর্ঘ ৫০ বছর ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৮ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। এর আগে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেয়া হলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি দখলদাররা। অবশেষে সে সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) সকাল থেকে নগরীর রাজবাড়ি কম্পাউন্ড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে তা দখলমুক্ত করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, নগরীর রাজবাড়ি কম্পাউন্ড এলাকায় সোয়া ১৭ শতক সম্পত্তি বিগত ৫০ বছর ধরে বাড়িঘর তৈরি করে ৩টি পরিবার দখলে রেখেছিল। এ সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।

খাস খতিয়ানভুক্ত এ সম্পত্তি উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেয়া হলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি দখলদাররা। সর্বশেষ গত বৃহস্পতিবারও তাদেরকে এ সম্পর্কে অনুরোধ করা হয়, তবে লাভ হয়নি তাতেও। এরই প্রেক্ষিতে সরকারি সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাখাওয়াত হোসেন রুবেল ও আদর্শ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী আক্তারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply