বাজার মনিটরিংয়ে সন্তুষ্ট নন বাণিজ্যমন্ত্রী

|

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাজার মনিটরিংয়ে সন্তুষ্ট না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাই ভোক্তা অধিদফতরকে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং পরিদর্শন শেষে তিনি অসন্তুষ্টির কথা জানান।

এ সময় ১ সপ্তাহের ব্যবধানে পণ্যের দাম ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে বলে স্বীকার করেন বাণিজ্যমন্ত্রী। প্রত্যেক দোকানে দামের তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেন তিনি। জানান, মাংসের দাম নির্ধারণ করে দেবে বানিজ্য মন্ত্রণালয়। টিপু মুনশি বলেন, তেল, চালের দাম বেড়েছে বলেই ন্যায্য মূল্যের পণ্য দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply