সিটি লিভারপুলের জয়ের রাতে চেলসির অদ্ভুতুড়ে হার

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি, লিভারপুলের জয়ের রাতে ম্যানচেস্টার ইউনাইটেড কষ্টার্জিত ড্র পেলেও ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ১০ মিনিটের ঝড়ে অদ্ভুতুড়ে হার জুটেছে চেলসির। হারের শঙ্কা এড়িয়ে লেস্টার সিটির সাথে ১-১ গোলের কষ্টার্জিত ড্র নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা। অন্য দিকে, বার্নলিকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ওয়াটফোর্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে লিভারপুল। তবে, স্ট্যামফোর্ড ব্রিজে বেন্টফোর্ডের কাছে চেলসির ৪-১ গোলে উড়ে যাওয়াটাই ছিল কাল রাতের বড় খবর।

সবশেষ ম্যাচে লেস্টার সিটির মাঠে ৪-২ গোলে হারের লজ্জা পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ঘরের মাঠেও পাল্টায়নি দৃশ্যপট। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে রেড ডেভিলস শিবির। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬৩ মিনিটে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দেন কেলেচি ইহিয়ানাচো। ১-০ গোলের লিড পায় লেস্টার সিটি। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি সফরকারীরা। ঠিক তিন মিনিট পর ম্যানইউকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

ছবি: সংগৃহীত

রোনালদোদের হারের দিনে ঠিকই জয় তুলে নিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। বার্নলিকে ২-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে ফিরেছে পেপ গার্দিওয়ালার দল। খেলার ৫ মিনিটেই কেভিন ডি ব্রুইনার গোলে লিড পায় সিটি। আর ২৫ মিনিটে ম্যাচের ২য় গোলটি করেন ইলকায় গুন্দোগান।

এদিকে, এগিয়ে থেকেও ব্রেন্টফোর্ডের বিপক্ষে অদ্ভুতুড়ে এক হার দেখলো চেলসি। দ্বিতীয়ার্ধ্বের ৫০ থেকে ৬০ মিনিটের মধ্যেই আকস্মিক এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ব্লুজরা। তবে প্রথমার্ধ্ব গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই ডেডলক ভাঙেন অ্যান্তোনিও রুডিগার। খেলার দুই মিনিট পরেই সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। এরপরই গোল উৎসব মাতে ব্রেন্টফোর্ড। একে একে চেলসির জালে বল পাঠান ভিটালি জেনলেট, ক্রিশ্চিয়ান এরিকসেন, ইয়োনি উইসা। ঘরের মাঠে ৪-১ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের শিষ্যরা।

গোলে ফিরেছেন ক্রিশ্চিয়ান এরিকসেন। ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে দিয়াগো সিলভা ও ফ্যাবিও হেনরিকের গোলে ওয়াটফোর্ডের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। প্রথমার্ধ্বের ২২ মিনিটে সিলভার গোলে এগিয়ে থেকে বিরতি যায় লিভারপুল। এরপর ৮৯ মিনিট হেনরিকের গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে লিভারপুল।

আরও পড়ুন: বেনজেমার জোড়া পেনাল্টিতে রিয়ালের জয়

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply