বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা

|

ছবি: সংগৃহীত

ডারবান টেস্টে চতুর্থ দিনে বড় লিডের পথে রয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১২৬ রান। দুই প্রোটিয়া ওপেনারের সাথে কিগান পিটারসেনের উইকেট দখল করেছেন টাইগার বোলাররা। তবে দিনের দ্বিতীয় সেশনের মধ্যেই লিডকে এ পর্যন্ত ১৯৫ রানে নিয়ে গেছে প্রোটিয়ারা।

আগের দিনের ৭৫ রানের লিড নিয়ে খেলতে নামে প্রোটিয়ারা। ৮ রান করা সারেল আরউইকে এলবিডব্লিউ করে ফেরান পেসার এবাদত হোসেন। তারপর সাফল্য পেতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। এরপর দুবার জীবন পাওয়া ডিন এলগার ও কিগান পিটারসেন যোগ করেন ৬৮ রান। হাফ সেঞ্চুরি তুলে ৬৪ রান করা ডিন এলগার শেষ পর্যন্ত ফেরেন তাসকিনের বলে। তারপর মেহেদী মিরাজের বলে শর্ট লেগে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কিগান পিটারসেন। তিনি করেন ৩৬ রান।

এর আগে, মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৯৮ রান। আর দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমেছিল ৩৬৭ রানে।

আরও পড়ুন: ফাইনালে অ্যালিসা হিলির মাস্টারক্লাস পন্টিং-গিলিদের ক্রিকেটেও নজিরবিহীন

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply