সিডনিতে অনুষ্ঠেয় গ্লোবাল সামিট অন উইমেনে যোগ দিতে তিনদিনের সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড দেয়া হবে প্রধানমন্ত্রীকে।
বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রী পরিষদের সদস্য, তিন বাহিনী প্রধানসহ সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা। অস্ট্রেলিয়ায় বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নে নারীদের সম্পৃক্তকরণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন তিনি। সম্মেলনে অংশ নেয়া ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। অস্ট্রেলিয়ায় তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ও পররাষ্ট্র সচিব শহিদুল হক।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply