গুচ্ছ পদ্ধতির ভর্তিতে সহযোগিতা না করার সিদ্ধান্ত ইবি শিক্ষকদের

|

ছবি: সংগৃহীত

গুচ্ছ পদ্ধতি নয়, স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার পক্ষে মত দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। একইসঙ্গে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সমন্বিত (গুচ্ছ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অংশ নিলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনো কাজে অংশ নেবেন না ইবি শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (৩ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান শিক্ষক নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের আর্থিক, মানসিক, শারিরীক দুর্ভোগ লাঘবের জন্য চালু করা হলেও বর্তমানে তার চিত্র ভিন্ন। গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় শিক্ষার্থীরা ব্যাপক বিড়ম্বনার শিকার হচ্ছে। ভর্তি পরীক্ষা একবারে হলেও বর্তমানে শিক্ষার্থীরা পছন্দক্রম অনুযায়ী একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। তাদের এক বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হচ্ছে। ভর্তি বাতিল করলেও টাকা ফেরত পাচ্ছে না তারা। এতে শারীরিক, আর্থিক সবদিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা।

গুচ্ছ পদ্ধতির দীর্ঘ ভর্তি কার্যক্রম একটি মারাত্মক সমস্যা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ৭-৮ বার মেধাক্রম প্রকাশ করেও ভর্তি কার্যক্রম শেষ হয়নি। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তি চলমান। এসব বিষয় বিবেচনা করে গত ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মিটিং করে শিক্ষক সমিতি। এতে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। এ সত্ত্বেও যদি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনো কাজে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানের, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply