জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ধরপাকড় শুরু

|

জেরুজালেমে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েল পুলিশ জানায়, বিশৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগে শহরটিতে গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ১০ জন সন্দেহভাজনকে।

রোববার (৩ এপ্রিল) অভিযানের সময় ক্ষুব্ধ ফিলিস্তিনিদের সাথে দফায় দফায় সংঘাত হয় পুলিশের। এসময় আহত হন এক পুলিশ সদস্য।

পশ্চিম তীরের জেনিন শহরেও সাঁড়াশি অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। যাতে প্রাণ হারান অন্তত ৩ ফিলিস্তিনি যুবক। অভিযোগে বলা হয়, তারা সবাই সশস্ত্র সংগঠন আল কুদস ব্রিগেডের সদস্য।

প্রসঙ্গত, গত মাসে ফিলিস্তিনিদের বিচ্ছিন্ন হামলায় প্রাণ হারান ১১ ইসরায়েলি নাগরিক। এ ঘটনার পরই ফিলিস্তিনিদের ওপর চড়াও হয় নাফতালি বেনেট প্রশাসন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply