অপচয় না করে পানিকে সম্পদ হিসেবে কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপচয় না করে পানিকে সম্পদ হিসেবে কাজে লাগাতে হবে। নদী ব্যবস্থাপনার পাশাপাশি নিতে হবে পানি সংরক্ষণের উদ্যোগ। কমাতে হবে ভূগর্ভস্থ পানির ব্যবহার।

বিশ্ব পানি দিবস ২০২২ উপলক্ষ্যে সোমবার (৪ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকার ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়ন করে বলেও এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, বন্যা, নদী ভাঙন রোধ, পানির সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় নেয়া পরিকল্পনাও বাস্তবায়ন করছে সরকার। পানি সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে বিভিন্ন কাজে বৃষ্টির পানি ও নদীর পানি ব্যবহারের তাগিদ দেন তিনি।

সড়কসহ যেকোনো অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে পানির প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply