ইমরান খান জানালেন, তাকে সরাতে ষড়যন্ত্রে যুক্ত থাকা মার্কিন কূটনীতিকের নাম

|

ইমরান খান। ছবি: সংগৃহীত।

ইমরান খান দাবি করেছেন, তার সরকারকে সরাতে বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্র বিভাগের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদের মাধ্যমে তাকে হুমকি বার্তা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন ইমরান খান। খবর ডন ও হিন্দুস্থান টাইমসের।

ইমরান খান যদি অনাস্থা প্রস্তাবে টিকে যায়, তাহলে এর প্রভাব দেশটিতে দেখা যাবে; ডোনাল্ড লু নাকি আসাদ মজিদকে এ কথা বলেন। টেলিভিশনে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন ইমরান খান। এ সময় তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান, তার সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট কারিজ হয়ে যাওয়ায়।

ইমরান খান বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছেড়ে যাওয়া নেতারা গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের দূতাবাসে গেছেন। এসব নেতারা কেন ঘন ঘন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন, এ প্রশ্নও তোলেন তিনি।

৩০ বছরের বেশি সময় ধরে ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগে কাজ করছেন। তিনি ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারতে যুক্তরাষ্ট্রের হাইকমিশনে যুগ্ম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply