‘বিশ্বকাপে বেঞ্চে জায়গা হতে পারে মেসির’

|

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে পোল্যান্ডের জন্য কোনো হুমকিই হতে পারবেন না ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। বরং বেঞ্চে দেখা যেতে পারে আর্জেন্টাইন অধিনায়ককে। মেসি খেলবেন বদলি ফুটবলার হিসেবে। এমন মন্তব্য করেছেন পোল্যান্ডের সাবেক কোচ আন্তোনি পিখনিচেকের।

বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গী মরক্কো ও সৌদি আরব। বিশ্বকাপের আগেই তাই কথার লড়াই শুরু করেছে পোল্যান্ড। প্রতিপক্ষকে কথার বানে দুর্বল করার মিশন নিয়েছে হয়তো পোলিশরা। তাই আর্জেন্টাইন জাদুকর মেসিকে ক্ষয়ে যাওয়া শক্তি হিসেবে দেখছেন পিখনিচেক। বুড়িয়ে যাওয়া মেসিকে একেবারেই ভয়ঙ্কর মনে করছেন না ১৯৮২ বিশ্বকাপে পোল্যান্ডের কোচের দায়িত্ব পালন করা পিখনিচেক।

তিনি বলেন, দেখুন, সত্যি কথা বলতে মেসি বুড়িয়ে গেছে। কয়েক বছর আগে সে যেভাবে খেলতো এখন আর তা পারে না। সে অনুসারে মেসির জায়গা বেঞ্চেই হতে পারে। সুইডেনে ইব্রাহিমোভিচের যে ভূমিকা, তেমনটাই হতে পারে মেসির। শেষ ১৫-২০ মিনিটের জন্য বদলী খেলোয়াড় হিসেবে নামতে পারে।

আরও পড়ুন: মেসি-নেইমার-এমবাপ্পের গোলে বড় জয় পিএসজির

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply