আইপিএলে বাবরের দাম হতো ১৫-২০ কোটি: শোয়েব

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার মনে করেন, ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বাবর আজম আইপিএল খেললে তার মূল্য হতো ১৫ থেকে ২০ কোটি রুপি।

আইপিএলের ১৫তম আসর চলছে। সেখানে পাকিস্তান ব্যতীত প্রায় সকল দেশের ক্রিকেটাররাই অংশগ্রহণ করেছে। রাজনৈতিক বৈরিতার কারণে ২০০৮ সালের পর থেকে আইপিএলে খেলার সুযোগ পাননা পাকিস্তানি ক্রিকেটাররা। হরভজন সিংয়ের সাথে আইপিএলের একটি টিভি অনুষ্ঠান আয়োজন করা শোয়েব আখতার এই নিয়ে আফসোসও করেছেন।

একসাথে ভিরাট কোহলি ও বাবর আজমকে ব্যাট করতে দেখার আশা করেন বিশ্বের দ্রুততম এই ফাস্ট বোলার। শোয়েব বলেন, আইপিএলে কোনোদিন বাবর আজম ও ভিরাট কোহলিকে ইনিংস উদ্বোধন করতে দেখা হবে দারুণ ব্যাপার। তাছাড়া আইপিএলের নিলামে বাবরের মূল্য হতে পারতো ১৫-২০ কোটি।

২০০৮ সালে আয়োজিত আইপিএলের প্রথম আসরে খেলেছিলেন মোট ১১ জন পাকিস্তানি ক্রিকেটার।

আরও পড়ুন: ১৬ বলের ইনিংসে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন রস টেলর

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply