শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকারের প্রস্তাব নাকচ, কী চায় বিরোধীরা?

|

শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকার গঠনের আহ্বান নাকচ করলো বিরোধীরা। উল্টো তারা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে তাদের বিক্ষোভ ও আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে দেশটিতে জারি থাকা জরুরি অবস্থা আর ৩৬ ঘণ্টার কারফিউ উপেক্ষা করে আবারও রাস্তায় নামে হাজারও মানুষ। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দফতর ঘেরাও করে তারা। তাদের পদত্যাগের দাবিতে দেয় শ্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী।

এর মধ্যেই জাতীয় সংকট নিরসনে সব দলকে পার্লামেন্টে বসার প্রস্তাব দেয়, প্রেসিডেন্টের দফতর। যা স্পষ্টভাবে নাকচ করে প্রধান বিরোধী জোট ইউপিপি। তারা জানায়, লঙ্কানরা পরিবারতন্ত্র ও দুর্নীতির অবসান চায়। জনতার বিরুদ্ধে গিয়ে ঐকমত্যের সরকার গঠন করা অসম্ভব।

সোমবারই (৪ এপ্রিল) মন্ত্রিসভার ২৬ সদস্য পদত্যাগের পর পরিস্থিতি মোকাবেলায় চার মন্ত্রী নিয়োগ দেন প্রেসিডেন্ট। যার অন্যতম অর্থমন্ত্রী আলি সাবরি। গেলো কয়েকমাস ধরেই চরম অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply