সামরিক অস্ত্রের জবাবে পরমাণু অস্ত্র ব্যবহার হবে: সিউলের উদ্দেশে পিয়ংইয়ং

|

কিম ইয়ো জং। ছবি: সংগৃহীত।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে পরমাণু অস্ত্রের মাধ্যমে জবাব দেয়া হবে দক্ষিণ কোরিয়াকে। মঙ্গলবার (৪ এপ্রিল) এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন কিম ইয়ো জং। তিনি দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন।

কিম ইয়ো জং বলেন, পিয়ংইয়ং এর মনোভাব যুদ্ধবিরোধী। তবে সিউল যদি সামরিক সংঘাত চায়, পরমাণু অস্ত্র দিয়েই তা মোকাবেলা করতে হবে। উত্তর কোরিয়ার এক ইঞ্চি ভূমি আক্রান্ত হলেও ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে সিউলকে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল কেআরটি প্রচার করেছে কিম ইয়োর বিবৃতি।

এর আগে গত শুক্রবার (১ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ উক এক বিবৃতিতে জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার যেকোনো লক্ষ্যে নির্ভুল আঘাতের সক্ষমতা রয়েছে তাদের বিভিন্ন মিসাইলের। জবাবে কিম ইয়োর দাবি, উত্তর কোরিয়ায় হামলার হুমকি দিয়ে চরম ভুল করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply