স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা; স্বামী নিজেই নিতেন গ্রাহকদের বুকিং!

|

ছবি: প্রতীকী

স্ত্রীকে পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতেন স্বামী! আর গ্রাহকদের বুকিং নিতেন খোদ স্বামী নিজেই! অভিযুক্তের নাম ধনঞ্জয় কুমার। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের পাটনায়। খবর নিউজ এইটিনের।

খবরে বলা হয়, পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি অনেক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো, সে তার নিজের স্ত্রীকেও নামিয়েছিল এই দেহ ব্যবসায়। শুধু তাই নয় এর জন্য তিনি নিজেই নিতেন গ্রাহকদের বুকিং।

প্রতিবেদনে বলা হয়, পাটনার বিমানবন্দর থানা এলাকার সিদ্ধার্থ কলোনির একটি অ্যাপার্টমেন্টে চলতো দেহব্যবসার এই কারবার। পুলিশ জানায়, টাকার জন্য ব্যক্তি যে এতটা নিচে নামতে পারে তা কল্পনা করা যায় না।

পাশের অ্যাপার্টমেন্টেই দেহ ব্যবসার এই বিষয়টি প্রকাশ্যে আসতেই হতবাক হয়েছেন স্থানীয় মানুষেরা। তারা টেরই পাননি যে দু’বছর ধরে তাদেরই কলোনিতে চলছে পতিতাবৃত্তির ব্যবসা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply