ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ এর একটি অভিযানিক দল। মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে কালীগঞ্জ উপজেলার আলাইপুর জামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, চুয়াডাঙ্গা থেকে যশোরে পিকআপ ভ্যানে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আলাইপুর জামতলা এলাকায় চেকপোস্ট বসায় র্যাব। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে বুলবুল মল্লিক নামের একজনকে আটক করা হয়। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪৫৭ বোতল ফেন্সিডিল।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
এটিএম/
Leave a reply