মানিকগঞ্জে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

|

মানিকগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।

বুধবার (৬ এপ্রিল) ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া এলাকা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নিউ ভিলেজ লাইন পরিবহনের মিনিবাসটি মূলজান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় হাফিজুর রহমান ও তার মা হাসেমা বেগমের। তাদের বাড়ি টাঙ্গাইল জেলায়। দুর্ঘটনায় আহতদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পালিয়ে গেছে বাসের চালক ও তার সহকারী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply