উন্নয়নের নামে পরিবেশের ক্ষতি না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

|

উন্নয়নের নামে পরিবেশের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, পরিবেশ দূষণ মানেই স্বাস্থ্যের বিপর্যয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই সবাইকে নিজের স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে। পৃথিবীর পরিবেশ ভালো থাকলে প্রাণীকুল ভালো থাকবে। করোনা পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলায় দেশ অনেকটাই সুরক্ষিত ছিল। ফলে বিশ্বের বিভিন্ন দেশের মতো জিডিপিতে খুব একটা প্রভাব পড়েনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply