একদিনে করোনা শনাক্ত ৪৪, মৃত্যুশূন্য আরেকটি দিন

|

ছবি: প্রতীকী

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৪ জনের। এদিন করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজারের বেশি।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৬১ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৮ লাখ ৮৬ হাজার ৬৬৩ জন। গত দিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৩ জন রয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply