নেইমার-ভিনিসিয়ুসদের কোচ হচ্ছেন গার্দিওলা!

|

ছবি: সংগৃহীত।

ব্রাজিলের ৬০ বছর বয়সী বর্তমান কোচ তিতের বদলি হিসেবে পেপ গার্দিওলাকে চাইছে ব্রাজিল। কাতার বিশ্বকাপের পরেই জাতীয় দলের দায়িত্বে গার্দিওলাকে চায় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। যেখানে বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়ছেন তিতে।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত গার্দিওলার সাথে চুক্তি করতে চায় নেইমারদের বোর্ড। এরই মধ্যে গার্দিওলার ভাই ও এজেন্ট পেরের সাথে যোগাযোগ করেছে ব্রাজিল। ব্রাজিলের কোচ হিসেবে প্রতিবছর গার্দিওলা আয় করবেন ১২ মিলিয়ন ইউরো। যদিও ম্যানচেস্টার সিটিতে প্রতিবছর গার্দিওলার আয় প্রায় ২০ মিলিয়ন ইউরো। খবর স্প্যানিশ গণমাধ্যম মার্কার।

২০২৩ গ্রীষ্মে গার্দিওলার সাথে চুক্তি শেষ হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। এরপরেই তিনি দলের সাথে যোগ দেবেন বলে আশা ব্রাজিল ফুটবল বোর্ড কর্তাদের। তবে গার্দিওলা কী বিশ্বকাপের পর ম্যানচেস্টার সিটি ছাড়বেন, নাকি তার চুক্তির মেয়াদ পর্যন্ত অপেক্ষা করবেন সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপের ম্যাচ ১০০ নাকি ৯০ মিনিট, যা জানালো ফিফা

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply