নিতাইগঞ্জে নিত্যপণ্যের দামে অনিয়ম

|

দেশের ঐতিহ্যবাহী পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ। রমজান উপলক্ষ্যে খেজুর, ছোলা, ডাল কিংবা চিনিসহ নিত্যপণ্যের দামও তুলনামূলক বেশি। মুনাফার আশায় দাম বেশি দাম রাখার অভিযোগ ভোক্তাদের। তবে তা মানতে নারাজ বিক্রেতারা।

নিতাইগঞ্জে সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে লিটার প্রতি সয়াবিন তেল বিক্রি হচ্ছে সাত থেকে আট টাকা বেশি দরে। পাইকারদের দাবি, মিলগেটে মিলছে না তেল। তাই রাজধানীর মৌলভীবাজার কিংবা ডিও প্রাপ্ত ব্যবসায়ীরাই ভরসা তাদের। রমজানে দরকারি খাদ্যপণ্য খেজুর, ছোলা, ডাল কিংবা চিনির দামও তুলনামূলক বেশি।ভোক্তাদের অভিযোগ, মুনাফার আশায় দাম বেশি নিচ্ছে খুচরা বিক্রেতারা। যদিও তা মানতে নারাজ খুচরা ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, রোজার আগে বেচাকেনার চাপ থাকলেও, এখন কমেছে কিছুটা। টিসিবি কার্যক্রমেও খুচরা বাজারে ক্রেতার সংখ্যা কম বলে জানায় তারা। ঈদ সামনে রেখে বেড়েছে মসলার বাজার দর। জিরা কেজি প্রতি বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। গোল মরিচ ১০০ ও দারুচিনি বেড়েছে ৩০ টাকা পর্যন্ত। বাজারের এমন পরিস্থিতিতে অস্বস্তিতেই মধ্য ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply