রমজান মাসেও অস্থির মাছ-মাংসের বাজার

|

মাছের বাজার।

রমজানেও স্বস্তি নেই মাছ বাজারে। রুই, কাতল, তেলাপিয়ার মতো বেশি চাহিদার মাছের দাম কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা। হাত দেয়ার উপায় নেই ইলিশে। তবে ব্যবসায়ীরা বলছেন, দামি মাছের চাহিদা কমায়, দামও কমেছে। এছাড়া, গরু ও খাসির বেচাকেনায় মন্দা। মাংস কিনতে পারছেন শুধু উচ্চবিত্তরাই।

কারওয়ানবাজারে রুই-কাতল বিকোচ্ছে ২৫০-৩০০ টাকা কেজি দরে। ১০০ টাকার আশপাশে ওঠানামা করছে তেলাপিয়ার দাম। আকারভেদে ইলিশের কেজি ৯০০ থেকে ১২০০ টাকা। তবে দামি মাছের কদর কমেছে। ৬০০ টাকায় নেমেছে বড় চিংড়ির কেজি। অর্ধেক দরে মিলছে বড় আইড় আর বোয়াল।

গরু ও খাসির চড়া বাজারে কার লাভ হলো বলা মুশকিল। ব্যবসা গুটিয়ে অন্য পেশায় গিয়েছেন অনেকে। মাংস কিনতে পারছে না নিম্ন ও মধ্যবিত্ত। অথচ খাসির কেজি এখনো ৯০০ টাকার কাছাকাছি। ৬৫০ টাকা গুনতে হবে এক কেজি গরুর মাংসের জন্য। ব্যবসায়ীরা জানালেন, ঈদের আগ মুহূর্তে গরু ও খাসির মাংসের দাম আবার বাড়তে পারে। কিন্তু পশু পালনে স্বয়ংসম্পূর্ণ দেশে দাম এতো বেশি কেনো, ব্যাখা নেই কারো কাছেই।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply