অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

|

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ওপর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো। ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর দেশ দুইটি নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদেই এমনটা করলো রাশিয়া। বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ নিষেধাজ্ঞা জারি করা হয়। সূত্র: এনডিটিভি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন ছাড়াও দেশ দুইটির অনেক মন্ত্রী ও সংসদ সদস্যও রয়েছেন নিষেধাজ্ঞার তালিকায়। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ২২৮ জন এবং নিউজিল্যান্ডের ১৩০ জনের নাম কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া।

এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেপরোয়া রুশ ভীতি প্ররোচনা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোকে আনুগত্যের সাথে অনুসরণ করার অভিযোগ এনে এর নিন্দা জানিয়েছে মস্কো।

আরও পড়ুন: ইউক্রেনে রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলা, নিহত কমপক্ষে ৩০

রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে জানা যায়- খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার জন্য নিষেধাজ্ঞার কালো তালিকা আরও প্রসারিত করবে রশিয়া।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply