ইউক্রেনের রেলস্টেশনে রকেট হামলায় নিহত কমপক্ষে ৩৯, অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রেল স্টেশনে রাশিয়ার রকেট হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) এই রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। খবর এনডিটিভির।

ইউক্রেনের রেলওয়ের চেয়ারম্যান ওলেক্সান্ডার কামিশিন টেলিগ্রামে একটি বার্তার মাধ্যমে জানান, দোনেৎস্কের ক্রামতোর্স্ক শহরের একটি ট্রেন স্টেশনে দু’টি রকেট আঘাত হেনেছে।

দোনেৎস্কের গভর্নর জানান, রকেট হামলার সময় স্টেশনে ট্রেনে উঠার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে আকস্মিক ২টি রকেট হামলা চালানো হয় সেখানে। মুহূর্তেই ঘটে বহু প্রাণহানির ঘটনা। ইউক্রেন কর্তৃপক্ষের অভিযোগের তীর রুশ সেনাদের বিরুদ্ধে। দাবি- টার্গেট করে আগ্রাসন চালানো হয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ব্যবহার হওয়া স্টেশনটিতে। সে সময় ঘটনাস্থলে হাজার খানেক মানুষের উপস্থিতির কথাও বলছে তারা। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

ক্রামতোর্স্ক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্টেশনগুলোর মধ্যে অন্যতম একটি যা পূর্ব ইউক্রেন থেকে বের হওয়ার অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত। হামলার পর ক্রামতোর্স্ক সিটি কাউন্সিল সাধারণ নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত রাশিয়া: ‘সামান্য স্বার্থের জন্য বিরুদ্ধে যাচ্ছে বিভিন্ন দেশ’
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply