আবার বিপাকে ইমরান, ক্রিকেটের মতো রাজনীতিতেও ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান

|

ছবি: সংগৃহীত।

পাকিস্তান ক্রিকেটের চরিত্র বোঝাতে বহুদিন ধরেই ব্যবহৃত হচ্ছে ‘আনপ্রেডিক্টেবল’ শব্দটি। দেশটির রাজনীতিতেও যেন সেটি সমানভাবে প্রযোজ্য। গেলো এক সপ্তাহে উত্থান-পতন আর নাটকীয়তার পরতে পরতে আনপ্রেডিক্টেবিলিটির প্রদর্শনী।

ঘটনাপ্রবাহের শুরু ২৮ মার্চ, বিরোধীদের অনাস্থা প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে। ৩ এপ্রিলের অনাস্থা ভোটে পরাজয় যখন নিশ্চিত, তখনই নতুন চাল ইমরানের। বিদেশি ষড়যন্ত্রের অজুহাতে অনাস্থা প্রস্তাব নাকচ করে দেন ডেপুটি স্পিকার। পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে হুলুস্থুল কারবার ঘটান ইমরান খান।

যখন মনে হচ্ছিল কূটকৌশলে জিতে যাচ্ছেন ক্যাপ্টেন, তখনই দৃশ্যপটে সুপ্রিম কোর্ট। উল্টো ইমরানই এখন দোষী সংবিধান লঙ্ঘনের অপরাধে।

সুফি উল্লাহ ঘোরি নামে এক আইন বিষয়ক বিশ্লেষক বলেন, সংবিধান নিয়ে কাটাছেঁড়া করার অপরাধে রাষ্ট্রদ্রোহ মামলায় পড়তে পারেন ইমরান খান। এতদিন ভাবা হতো নতুনত্ব বা চমক দিতে ওস্তাদ ইমরান। সে কারণেই তিনি তুমুল জনপ্রিয়। কিন্তু, অসাংবিধানিক কার্যকলাপে ফাটল ধরেছে সেই বিশ্বাসের দেয়ালে।

নাটকীয় কিছু না ঘটলে, শনিবারই হতে পারে ইমরান খানের বিদায়। নতুন সরকার গঠনের প্রস্তুতিও নিয়ে রেখেছেন বিরোধীরা।

পিএএলএন প্রধান শাহবাজ শরিফ বলেন, ঐতিহাসিক রায়ের মাধ্যমে পাকিস্তানের গণতন্ত্রকে আরও একবার বাঁচিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। করলেন সংবিধান পুনর্বহাল, সার্বভৌমত্ব রক্ষা। দেশের লাখ-লাখ দরিদ্র মানুষের দায়িত্ব এখন আমাদের কাঁধে।

পিপিপি প্রধান বিলাওয়াল ভুট্টো বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজে নামবো আমরা। গণমাধ্যম ফিরে পাবে বাক স্বাধীনতা; সামাজিক অধিকার পাবেন প্রত্যেক পাকিস্তানি। নির্বাচনী নীতিমালায়ও আনা হবে সংস্কার; অনুষ্ঠিত হবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট।

দেশটি পাকিস্তান, সে কারণেই চূড়ান্ত ভবিষ্যৎবাণী করতে চাইছেন না কেউ। এদিকে, শেষ বল পর্যন্ত লড়ার ঘোষণা দিয়ে চমক ধরে রেখেছেন ইমরান খানও। সূত্র: ফিনান্সিয়াল টাইমস।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply