স্লেজিংয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি: মুমিনুল

|

ছবি: সংগৃহীত

স্লেজিংয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি বলে দাবি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবান টেস্টে আম্পায়ারিং ও স্লেজিংয়ের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবে বাংলাদেশ, এমন খবর শোনার পর তা অস্বীকার করে মুমিনুল বলেছেন, স্লেজিংয়ের বিরুদ্ধে কখনোই অভিযোগ করিনি।

আম্পায়ারিং এবং মাঠে প্রোটিয়াদের গালিগালাজের ব্যাপারে বাংলাদেশের আনুষ্ঠানিক অভিযোগের ব্যাপারে গণমাধ্যমের সাথে ডিন এলগারের আলাপচারিতার পর মুমিনুল এ কথা বলেন। বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ক্রিকেটে স্লেজিং হয় আর এর সাথে নিজেকে মানিয়ে নেয়াও জরুরি। স্লেজিংকে সহজভাবেই নিতে হবে। আমার মনে হয়, আপনারা এ ব্যাপারে ভুল শুনেছেন।

আরও পড়ুন: যেসব কারণে আম্পায়ারিং নিরপেক্ষ মনে হয়নি বাংলাদেশের

এর আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার বলেন, টেস্ট ক্রিকেট পৌরুষের খেলা, এখানে ক্রিকেট অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আর এমন চ্যালেঞ্জিং ও পৌরুষের আবহে ক্রিকেট খেলার অভ্যাস বাংলাদেশের খুব বেশি নেই। পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে আনা স্লেজিংয়ের অভিযোগও উড়িয়ে দেন তিনি।

আরও পড়ুন: পৌরুষের আবহে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ অভ্যস্ত নয়: এলগার

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply