যুদ্ধের সময় বেসমেন্ট আশ্রয়কে শক্তিশালী করতে কাজ করছে জার্মানি। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে ওয়েল্ট অ্যাম সোনট্যাগ। শনিবার (৯ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানা যায় এ তথ্য।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাতের পর নিজেদের প্রতিরক্ষানীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর এবং সেনাবাহিনীর জন্য ১০০ বিলিয়ন ইউরো ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার গণমাধ্যমকে বলেছেন, সরকার ‘পাবলিক শেল্টার’ ব্যবস্থার উন্নতি ঘটানোর দিকে নজর দিচ্ছে এবং নাগরিক সুরক্ষার জন্য ব্যয় বাড়াবে।
আরও পড়ুন: জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে ভোট না দেয়ায় দ. আফ্রিকার প্রেসিডেন্টকে বাইডেনের ফোন
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তামানে জার্মানিতে ৫৯৯টি ‘পাবলিক শেল্টার রয়েছে৷’ আমরা এই ধরনের আরও সিস্টেমের উন্নয়ন করতে পারি কিনা তা পরীক্ষা করব। এছাড়াও ভূগর্ভস্থ পার্কিং লট, পাতাল রেল স্টেশন এবং বেসমেন্টগুলিকে সম্ভাব্য আশ্রয়কেন্দ্রে পরিণত করার জন্য নতুন ধারণা নিয়ে কাজ করছে জার্মানি। এমনকি ফেডারেল রাজ্যগুলিকে নতুন সাইরেন ইনস্টল করার জন্য 88 মিলিয়ন ইউরো দিয়েছে কেন্দ্র সরকার।
জেডআই/
Leave a reply