আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছে পিটিআই

|

দেশটির সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দাখিল করছে ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইমরান খানের নেতৃত্বাধীন দলটি বলছে, সংসদের অনাস্থা ভোটের বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিতে পারে না। খবর আল জাজিরার।

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট নিয়ে কয়েকদিন ধরেই নাটকীয়তা চলছে পাকিস্তানে। ৩ এপ্রিল পার্লামেন্টে ভোটাভুটির কথা থাকলেও শেষ মুহূর্তে তা খারিজ করে দেন ডেপুটি স্পিকার। ভেঙে দেয়া হয় পার্লামেন্টও। পরে সে সিদ্ধান্তকে অসাংবিধানিক ও বেআইনি বলে ভোটাভুটির নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট।
রায় ঘোষণাকালে স্পিকার আসাদ কায়সারকে শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় বিশেষ অধিবেশন আহ্বানের নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। এদিন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত অধিবেশন মুলতবি করা যাবে না বলেও নির্দেশ দেয়া হয়।

তবে, শনিবার সকালে স্থানীয় সাড়ে ১০টার দিকে অধিবেশন শুরু হলে একাধিকবার তা মুলতবি করা হয়। মধ্যরাত পর্যন্ত অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়নি।

আরও পড়ুন: মন্ত্রিসভার বৈঠকে আইনি ও বিকল্প পথ জানতে চেয়েছেন ইমরান খান

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply