ইসরায়েলি বাহিনীর হামলায় ১ ফিলিস্তিনির মৃত্যু, আহত ১৩

|

ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রাণ হারালেন এক ফিলিস্তিনি। শনিবারের (৯ এপ্রিল) অভিযানে আরও ১৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

জেনিন শহরের শরণার্থী শিবির ছিল ইসরায়েল বাহিনীর টার্গেট। নিহতের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েল। সেই সাথে জানিয়েছে, আহমেদ আল সাদি নামের ঐ ব্যক্তি আল-কুদস ব্রিগেডের সদস্য। আহতদের তালিকায় রয়েছে ১৯ বছরের এক তরুণী, যার পেটে লেগেছে ইসরায়েলি বাহিনীর ছোঁড়া বুলেট।

গেল বৃহস্পতিবারই (৭ এপ্রিল) তেল আবিবের পানশালায় এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পাঁচ ইসরায়েলিকে হত্যা করে এক অজ্ঞাত বন্দুকধারী। তাতে আহত হন কমপক্ষে ১২ জন। এখনও খোঁজ মেলেনি ঐ হামলাকারীর। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযোগ, সন্দেহভাজন ঐ ব্যক্তি আত্মগোপন করেছেন শরণার্থী শিবিরে। গত মাসেও বিচ্ছিন্ন হামলায় ১১ ইসরায়েলির মৃত্যু হয়।

আরও পড়ুন: অনাস্থার বিদায়ে ইমরানই প্রথম, কোনদিকে যাচ্ছে পাকিস্তানের রাজনীতি?

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply