তিস্তাসহ ৫৪ নদীর পানির হিস্যার দাবিতে বগুড়ায় বাসদের মিছিল

|

বগুড়া ব্যুরো:

তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির হিস্যা নিশ্চিতের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। রোববার (১০ এপ্রিল) বাসদের বগুড়া জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকা থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিব মঞ্চের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। পরে সেখানে আয়োজিত সমাবেশে বাসদ নেতারা অভিযোগ করে বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারতের কাছ থেকে এখনো তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির কোনো হিস্যা মিলছে না। ফলে উত্তরাঞ্চলের বড় একটি অংশ দিন দিন মরুকরণের দিকে চলে যাচ্ছে, যার প্রভাব পড়ছে কৃষিসহ মানুষের জীবনযাত্রায়।

এ সময় সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ৫৪টি নদীর পানি পেতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply