‘হয়রানি বন্ধ না হলে বিদেশে কর্মী পাঠানো বন্ধ হতে পারে’

|

রিক্রুটিং এজেন্টদের মানববন্ধন।

মানব পাচার আইনের অপপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী রিক্রুটিং এজেন্টরা। এই দাবি জানিয়ে রোববার (১০ এপ্রিল) সকালে কাকরাইলে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। সেখানে বক্তারা বলেন, হয়রানি অব্যাহত থাকলে বিদেশে কর্মী পাঠানো বন্ধ করা হতে পারে।

এ নিয়ে জনশক্তি রফতানিকারকরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এক কোটিরও বেশি মানুষের কাজের সুযোগ তৈরি করা হয়েছে। কিন্তু তারা আজ অবহেলিত এবং আইনের অপপ্রয়োগের কারণে, সামাজিকভাবে হেয় হচ্ছে। রিক্রুটিং এজেন্টরা বলেন, মানব পাচারের বিষয়টি তদন্ত করা উচিত বিএমইটির।

তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ এলে তা বিএমইটিতে পাঠাতে হবে। এতে জটিলতা থেকে রক্ষা পাবেন রিক্রুটিং এজেন্টরা। অভিযোগ, এ আইনের অপপ্রয়োগের কারণে অভিবাসন খাতের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তৈরি হচ্ছে ভীতিকর পরিবেশ। সম্মান নিয়ে ব্যবসা পরিচালনা করা দুরুহ হয়ে পড়ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply