রোহিঙ্গা ক্যাম্পে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোহিঙ্গা ক্যাম্পে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, মাদকসহ রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলার অবনতি হলে সমন্বয় করে প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে।

রোববার (১০ এপ্রিল) বিকেলে সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির ৪র্থ সভা শেষে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় আসাদুজ্জামান খান জানান, আশঙ্কাজনকভাবে রোহিঙ্গা ক্যাম্পের জনসংখ্যা বাড়ছে। প্রতি বছর ৩৫ হাজার শিশুর জন্ম হচ্ছে ক্যাম্পে। তিনি বলেন, ক্যাম্পে জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম বৃদ্ধি করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের তত্পরতা আরো বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনায় অর্থনৈতিক চাপ বাড়ায় ছিনতাই হয়তো কিছুটা বেড়েছে; তবে তা আগের চেয়ে সামান্য। ছিনতাই যারাই করুক কেউ পার পাবে না। পুলিশ ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply