মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার কয়েকজনের দেহাবশেষ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাধিস্থ করা হয়েছে

|

মুক্তিযুদ্ধের সময় গণহত্যার শিকার কয়েকজনের দেহাবশেষ মিরপুরের মুসলিম বাজার বধ্যভূমি থেকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাধিস্থ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (১১ এপ্রিল) সকালে বুদ্ধিজীবি কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় এই দাফন করা হয়। মিরপুর ১২ নম্বরে ১৯৯৯ সালে নূরী মসজিদ সংস্কারের সময় বেরিয়ে আসে ৭১ এর মুক্তিযুদ্ধের সময় হত্যাযজ্ঞের ভয়াবহতার চিহ্ন। পাক বাহিনীর নৃশংসতা কতোটুকু ভয়াবহ ছিল, তার প্রমাণ মিলে শহীদদের দেহাবশেষের মাধ্যমে। শহীদদের দেহাবশেষ পাওয়ার পর তাদের আত্মীয়দের টিস্যু স্যাম্পল নিয়ে গবেষণার মাধ্যমে সম্মানজনক দাফনের উদ্যেগ গ্রহণ করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply